Random Video

BSF-এর বিরুদ্ধে \'\'মহিলাদের তল্লাশির নামে শরীর স্পর্শের\'\' অভিযোগ তৃণমূলের উদয়ণের

2021-11-17 0 Dailymotion

তৃণমূল কংগ্রেস বিধায়কের ওই মন্তব্যের পর বিষয়টি নিয়ে মুখ খোলা হয় বিএসএফের তরফে। বিএসএফের এক আধিকারিক বলেন,  সমস্ত নিয়ম মেনে বিএসএফ নিজেদের কাজ করে। এমনকী, সীমান্তে বিএসএফের মহিলা কর্মীরাও থাকেন। কোনও মহিলার তল্লাশি নিতে হলে, বাহিনীর মহিলা কর্মীরাই সেই কাজ করেন। তৃণমূল বিধায়কের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয় বিএসএফের তরফে।